বাংলা নযম | কে এলো ঐ ভুবন মাঝে | ইসমাত উল্লাহ
#BanglaNazam #MuslimTVBangla
নযমঃ কে এলো ঐ ভুবন মাঝে
লেখকঃ নামদার আলী
কণ্ঠঃ ইসমাত উল্লাহ
কে এলো ঐ ভুবন মাঝে,বিশ্ববাসীর রঙ পড়াতে
তৌহিদের ঐ রঙের সাজি,সবার হাতে বিলিয়ে দিতে।
হচ্ছে রঙিন গগন ভুবন,ঘর দরজা আর বাতায়ন
আকাশ বাতাস চন্দ্র সূর্য অরন্য বন আর গ্রহতে
ছড়াচ্ছে রঙ রঙ পাগলা,চারিদিকে রঙের খেলা
মানব দানব হচ্ছে রঙিন ফেরেস্তা সব আসমানেতে
কে এলো ঐ ভুবন মাঝে,বিশ্ববাসীর রঙ পড়াতে
তৌহিদের ঐ রঙের সাজি,সবার হাতে বিলিয়ে দিতে।
উঠছে নাড়া বিশ্বজুড়ে গাইছে ধ্বনি গগন ভরে
জ্বীন,ইনসান আর ফেরেশতারা দিচ্ছে নাড়া একসাথে তে
ফুল ঝড়ে যায় ফুল বাগানে রঙিন হবার আশা তাদের
বুলবুলি ধায় গুল বাগীচায় শাখায় পাতায় রঙ ছড়াতে,
কে এলো ঐ ভুবন মাঝে,বিশ্ববাসীর রঙ পড়াতে
তৌহিদের ঐ রঙের সাজি,সবার হাতে বিলিয়ে দিতে।
হচ্ছে রঙিন কাফরি হাবশি,আরব তুরান জাপানবাসী
সাদা কালো লম্বা বেটে
মাখছে সে রঙ আনন্দেতে।
সারা ধরা হচ্ছে রঙিন,
বে রঙের আর নাই কোন চিন।
কেউ বা খুশি কেউ বা ভীত
মোবাহেলায় জুবিলীতে
কে এলো ঐ ভুবন মাঝে,বিশ্ববাসীর রঙ পড়াতে
তৌহিদের ঐ রঙের সাজি,সবার হাতে বিলিয়ে দিতে।
এই রঙের যিনি খোদ মহাজন,
মা আমেনার আচলের ধন
রঙের মালিক আহমদ মসীহ্
রঙের বাগান ঐ কাঁদাতে
লা ইলাহার রঙের মসীহ্
ছড়াচ্ছে রঙ ইসা মসীহ্
আয় ছুটে আয় রঙ নিবি আয়,
কাঁদার বাগে এই ভারতে
কে এলো ঐ ভুবন মাঝে,বিশ্ববাসীর রঙ পড়াতে
তৌহিদের ঐ রঙের সাজি,সবার হাতে বিলিয়ে দিতে।
কাঁচা নয় ভাই রঙ যে পাকা
রোদে জলে হয়না ফেকা
হবি সবাই রঙের মালিক
পরকাল আর এই ধরাতে
সর্বশেষ মোর এই আহবান
মাখলে সে রঙ বাড়বে ইমান
নইলে কি বা জবাব দিবি
প্রভুর কাছে হাশরেতে
কে এলো ঐ ভুবন মাঝে,বিশ্ববাসীর রঙ পড়াতে
তৌহিদের ঐ রঙের সাজি,সবার হাতে বিলিয়ে দিতে।
MTA Bangla Official Platforms
Website: mtabangla.tv
Youtube: youtube.com/mtabangla
Facebook: www.facebook.com/mtabangla
Instagram: www.instagram.com/mtabangla
Twitter: twitter.com/mtabangla
MTA International Official LIVE & Ondemand Service
Website: www.mta.tv
Mobile Devices
MTA International Android App : https://play.google.com/store/apps/details?id=tv.mta.apps.muslimtv&hl=en_GB
------------------------------------------------------------------------
MTA International iOS App : https://apps.apple.com/us/app/mta-international/id942619881
TV App & Set top boxes
------------------------------------------------------------------------
MTA Smart TV App (Samsun, LG, Android TV, Fire TV)
https://www.mta.tv/smarttv/
------------------------------------------------------------------------
Android TV App
https://play.google.com/store/apps/details?id=tv.mta.muslimtv.smarttv&hl=en_GB
------------------------------------------------------------------------
Amazon Fire TV App
https://www.amazon.co.uk/MTA-International-Muslim-Television-Ahmadiyya/dp/B07SKRMDDH
------------------------------------------------------------------------
MTA Roku TV App
https://channelstore.roku.com/en-gb/details/c87ccffa04408116c1d27722ff2169c1/muslim-tv-mta-international
------------------------------------------------------------------------
MTA Apple TV App
https://apps.apple.com/us/app/mta-international-tv/id1113844800