কুরআন ও হাদীস অনুসারে ঈসা (আ.) এর মৃত্যু
পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১৪৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে আল্লাহ্ তা'লার প্রত্যেক রসূল গত হয়ে গেছেন অর্থাৎ মারা গেছেন। সুতরাং, হযরত ঈসা (আ.)ও আল্লাহর একজন সম্মানিত রসুল ছিলেন। সে হিসেবে এই আয়াত অনুযায়ী সাব্যস্ত হয় যে তিনিও মারা গেছেন। তবে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেননি বরং তিনি ক্রুশীয় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে তিনি হিজরত করে ভারতের কাশ্মীরে তারা হারানো মেষের কাছে আল্লাহর একত্ববাদ প্রচার করেন। পরবর্তীতে তিনি সেখানে ১২০ বছর বয়সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।