top of page

আনসারুল্লাহর সদস্যদেরকে দৈহিকভাবে সক্রিয় ও কর্মক্ষম থাকার গুরুত্ব সম্পর্কে হযরত মির্যা মসরূর আহমদ (আই.) বলেন:

 

“যে-সকল আনসারুল্লাহ্ সদস্যের বাই-সাইকেল আছে, তাদের উচিত এটি প্রতিদিন ব্যবহার করা। মজলিসে আনসারুল্লাহ্ সফে দওমের (অনূর্ধ ৫৫ বছরের) সদস্যগণের জন্য এটা শ্ৰেয় যে, তারা গাড়ি, বাস বা অন্যান্য যানবাহন ব্যবহারের পরিবর্তে সাইকেল চালিয়ে তাদের কর্মস্থলে যাতায়াত করেন অথবা ব্যায়ামের জন্য অন্য সময়েও কিছুটা সাইকেল চালান।”

সওফে দম

সওফে দম হল ৪০ থেকে ৫৫ বছর বয়সী আনসারদের একটি বিভাগ। যারা আনসার হলেও খোদ্দাম এর মত স্বাস্থ্য ও উদ্যমের অধিকারী। আশা করা হয় তারা তাদের দৈনন্দিন কর্মকান্ড বাইসাইকেলে পরিচালনা করবে। এতদুদ্দেশ্যে তাদেরকে খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশ কর্তৃক সংগঠিত তাহের সাইক্লিং ক্লাবের (সদস্য ফরম) সঙ্গে সম্পৃক্ত হতে অনুরোধ করা হয়েছে।

Tahir-cycling-club-logo-updated-17-mar-2021-1024x782_edited.png

অনুপ্রেরণা

bottom of page