Majlis Ansarullah Bangladesh
আহমদীয়া মুসলিম জামাতের
চল্লিশোর্ধ পুরুষদের সংগঠন
যুগ খলীফার নসীহত


যুগ খলীফার নসীহত
মজলিসে আমেলার একজন সদস্য জিজ্ঞাসা করেন যে, কোনাে ব্যক্তি কীভাবে তার নৈতিকতার উন্নতি সাধন করতে পারেন?
এর জবাবে হযরত মির্যা মসরূর আহমদ (আই.) বলেন:
“সর্বশক্তিমান আল্লাহ্ বলেছেন যে, মানব সৃষ্টির উদ্দেশ্য হলাে ইবাদত। যদি আপনারা ইবাদতের যথাযথ অধিকার আদায় করে সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করেন, যদি আপনারা সমস্ত শর্ত পালন করে আপনাদের দৈনিক পাঁচ ওয়াক্তের নামায আদায় করেন, আর যদি আপনারা সর্বশক্তিমান আল্লাহ্র সামনে নত হন, আর সেজদায় তাঁর নিকট আন্তরিকভাবে দোয়ায় রত হন, আর নিজেদের কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর যদি আপনারা আপনাদের ভবিষ্যত প্রজন্মের মঙ্গলের জন্য সর্বশক্তিমান আল্লাহর নিকট মিনতিপূর্ণ দোয়া করেন, আর যদি আপনারা নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য দোয়া করেন আর নিজেদের সেজদায় ক্রন্দন করেন, সেক্ষেত্রে সর্বশক্তিমান আল্লাহ্ বলেন যে, তিনি আপনাদের দোয়াসমূহ কবুল করবেন। সুতরাং, নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য আপনাকে অবশ্যই
সর্বশক্তিমান আল্লাহর কাছে মিনতি করতে হবে। প্রতিটি কাজ দোয়ার মাধ্যমে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য এবং | এটাই মানব সৃষ্টির উদ্দেশ্য।”
এ বছর তরবিয়ত বিভাগের পক্ষ থেকে নিম্নোক্ত ৪টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে
১. নামাযে অনিয়মিত সদস্য সংখ্যা কমিয়ে আনা
২. কোরআন পাঠে অনিয়মতি সদস্য সংখ্যা কমিয়ে আনা
৩. হুজুরের খুৎবা শোনায় অনিয়মতি সদস্যের সংখ্যা কমিয়ে
৪. যোগাযোগ বিচ্ছিন্ন আনসার সদস্যের সংখ্যা কমিয়ে আনা
তরবিয়তী কার্যক্রম ২০২১
সাপ্তাহিক করণীয়
-
ব্যক্তিগত (One to one) তরবিয়তী কাউন্সিলিং। সপ্তাহে নূন্যতম ১ জনকে।
-
প্রতি সপ্তাহে সকল অনাসরকে স্মরণ করানো।
-
প্রতি সপ্তাহে সকল অনাসরকে স্মরণ করানো।
- খুতবা দেখায় অনিয়মিত অন্তত ৩জন এর সাথে দেখা করে অথবা ফোনে কল করে বুঝানো।
-
মাসিক করণীয়
-
যোগাযোগ বিচ্ছিন্ন আনসারদের সাথে যোগাযোগ। মাসে নূন্যতম দুজন।
-
প্রতি মাসের সাধারণ সভায় স্মরণ করিয়ে দিতে হবে
-
ব্যক্তিগত তরবিয়তি পয়েন্ট (মাসিক)
-
মসজিদে/নামাজ সেন্টারে/পরিবারের সাথে দিনে অন্তত এক ওয়াক্ত নামাজ আদায়
-
প্রতিদিন অর্থসহ অন্তত কোরআনের অন্তত ৩ আয়াত অধ্যয়ন
-
প্রতি সপ্তাহে পরিবারের সবাইকে নিয়ে হুজুরের খুতবা শ্রবণ
-
-
সন্তানদের তরবিয়তী পয়েন্ট (মাসিক)
-
মাসে অন্তত ১দিন সন্তানদের সাথে নসীহত মূলক বৈঠক।
-
নামাজের গুরুত্ব বুঝানো জন্য
-
জামাত/মজলিসের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার গুরুত্ব বুঝানোর জন্য
-
-
ত্রৈমাসিক করণীয়
-
স্থানীয় সাধারণ সভায়/ তরবিয়তি সেমিনার করে আনসার সদস্যদের সাথে আলোচনা করতে,
-
জানুয়ারী-মার্চ: "নামাজের গুরুত্ব"
-
এপ্রির-জুন: “নিয়মিত কোরআন পাঠের গুরুত্ব”
-
জুলাই-সেপ্টেম্বর: "যুগ খলীফার খুতবা দেখার গুরুত্ব"
-
অক্টোবর-ডিসেম্বর: মালী কুরবানির গুরুত্ব
তরবিয়তী সপ্তাহ

# ১ম তরবিয়তী সপ্তাহ মার্চ ১৩ - ১৯ (শনি-শুক্র)
# ২য় তরবিয়তী সপ্তাহ সেপ্টেম্বর ১১ - ১৭ (শনি-শুক্র)
১২ মার্চ ও ১০ সেপ্টেম্বর সাধারণ সভার মাধ্যমে তরবিয়তী সপ্তাহের করণীয় সবাইকে জানিয়ে দিতে হবে এবং ব্যক্তিগত রিপোর্ট ফর্ম প্রিন্ট করে দিয়ে দিতে হবে।
তরবিয়তী সপ্তাহে ব্যক্তিগত তরবিয়তী টার্গেটসমূহ:
-
১ পারা কোরআন অর্থসহ পাঠ
-
হুযুরের কাছে একটি চিঠি প্রেরন
-
প্রতিদিন সময়মত নামায আদায়
-
৫ দিন তাহাজ্জুদ নামায আদায়
-
প্রতিদিন নূন্যতম এক ওয়াক্ত নামায পরিবারের সাথে বাজামাত আদায়
-
সপ্তাহে নূন্যতম ৩ ওয়াক্ত নামাজ মসজিদে বাজামাত আদায়
-
সদকা প্রদান
-
পরিবারের সবাইকে নিয়ে হুযুরের খোতবা সরাসরি শ্রবন
-
প্রতিদিন ১ ঘন্টা করে অন্তত ৫দিন এমটিএ এর প্রোগ্রাম দেখা
তরবিয়তী ভিডিও
Tarbiyyati Videos
Tarbiyyati Videos


What benefit do we lose by not saying our prayers at the appointed time?

Why does preaching have such a great significance in Islam?

What is the purpose of living if God knows what we will ultimately achieve?
