top of page
#মসীহ্_মওউদ দিবস ২০১৮ উপলক্ষে বিশেষ MTA প্রোগ্রাম
01:01:24

#মসীহ্_মওউদ দিবস ২০১৮ উপলক্ষে বিশেষ MTA প্রোগ্রাম

হযরত মসীহ্ মওউদ (আ.) বলেন: ‘তিনি আমাকে প্রেরণ করেছেন প্রমাণাদি ও সমুজ্জ্বল যুক্তি অর্থাৎ প্রোজ্জ্বল যুক্তি-প্রমাণের মাধ্যমে সকল ধর্ম ও মতের ওপর ইসলামকে জয়যুক্ত করার জন্য।’ ১৮৮৯ সনের ২৩শে মার্চ খোদার নির্দেশে হযরত মির্যা গোলাম আহ্‌মদ, প্রতিশ্রুত মসীহ্ এবং ইমাম মাহদী (আ.) খোদার নির্দেশে আহমদীয়া জামাতের গোড়াপত্তন করেন। আহ্‌মদীয়া জামাত সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট https://www.ahmadiyyabangla.org থেকে। প্রতিশ্রুত মসীহ্ এবং ইমাম মাহদী (আ.) সম্পর্কে আরো বিস্তারিত জানুন: https://goo.gl/jeR1bl (00:02:18) ১। মসীহ মওউদ (আ.) দিবস এর তাৎপর্য প্রেক্ষাপট ও গুরুত্ব কি? (00:13:18) ২। মসীহ মওউদ (আ.) দিবস আমরা কেন উদযাপন করছি? (00:20:48) ৩। মির্যা সাহেবের ভূমিকা কি ছিল ইমাম মাহদী হিসেবে দাবী করার বা আহমদীয়া জামাত প্রতিষ্ঠা করার আগে? (00:26:58) ৪। কি উদ্দেশ্যে আল্লাহ ইমাম মাহদী (আ:) কে প্রেরণ করেছেন? (00:28:45) ৫। ইমাম মাহদী (আ:) কে প্রেরণ করার উদ্দেশ্য কি? (00:36:42) ৬। কুরআন এবং হাদীস ইসলামের বিজয়ে ভবিষ্যতবাণী অনুযায়ী মির্যা সাহেব কি কাজ করেছেন? (00:46:32) ৭। ইসলামের বিশ্ববিজয়ের ভবিষ্যৎবাণী মির্যা সাহেবের মাধ্যমে এই বিজয় কিভাবে সম্পাদন হয়েছে? (00:52:50) ৮। আহমদীয়াত বিশ্বকে কি দিয়েছে? মুহাম্মদ (সাঃ)এর দোয়ার ফসল ও নিদর্শন। (00:57:07) ৯। ইমাম মাহদী (আ:) এর আবির্ভাবের উদ্দেশ্য
bottom of page